fbpx
BDIX Web Hosting brings the magic of SPEED

BDIX Hosting brings the magic of SPEED | গতির জাদু নিয়ে এলো বিডিআইএক্স হোস্টিং

Code For Host’s Bangladesh Web Hosting data center now hosted shared SSD hosting, Shared SSD Reseller, VPS hosting, Dedicated server hosting, Email Server hosting and plans enable Code For Host’s user to take advantage of BDIX bandwidth with a minimum 100Mbps to maximum 10Gbps speed!

So, why choose BDIX Hosting?

Read in English

গতির জাদু নিয়ে এলো BDIX হোস্টিং

BDIX হোস্টিংঃ বিডিআইএক্স বাংলাদেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট (আইএক্সপি)। লোকাল ডাটার ইন্টারন্যাশনাল রাউটিং রোধের জন্য প্রায় ৩৫০০ এর মতো বাংলাদেশী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর সাথে কানেক্টেড রয়েছে।

আর এই নেটওয়ার্কের আওতাভুক্ত সার্ভারকেই BDIX Hosting বলা হয়।

BDIX হোস্টিং এর সুবিধাঃ BDIX হোস্টিং প্রধান সুবিধা হচ্ছে এই সার্ভারে হোস্ট করা সাইট বাংলাদেশী ইউজারদের নিকট প্রায় ২০০গুন পর্যন্ত দ্রুত গতিতে ভিজিট হবে। এক কারণ হচ্ছে বাংলাদেশী ইউজাররা যখন BDIX নেটওয়ার্কে থাকা একটি সাইট ভিজিট করবে, তখন ইন্টারন্যাশনাল রাউটিং পার না হয়েই সরাসরি ভিজিট হবে।

এর আরেকটি সুবিধা হচ্ছে, যদি আপনার ইউজারের ইন্টারনেট স্পিড স্লোও থাকে, তাহলেও তারা কোন অসুবিধা ছাড়াই স্বাভাবিকভাবে সাইট ভিজিট করতে পারবে। এমনকি, যদি বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট বন্ধও থাকে, তাহলেও আপনার সাইট বন্ধ থাকবেনা।

BDIX হোস্টিং ব্যবহারের ক্ষেত্রঃ বাংলাদেশী বেশীভাগ ইকমার্স এবং নিউজপেপার সাইট ইতোমধ্যে BDIX হোস্টিং ব্যবহার করছে গতি এবং পারফরম্যান্সের জন্য। এছাড়া বাংলাদেশী সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো BDIX হোস্টিং ব্যবহার করছে।

BDIX হোস্টিং এ রেস্পন্স টাইমঃ স্বাভাবিকভাবে ব্রডব্যান্ড কানেকশন থেকে একটি USA হোস্টিং এর রেস্পন্স টাইম সিডিএন ব্যতীত ২৫০ থেকে ৪৫০ মিলিসেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এটি যতো বেশী হবে, ঐ স্থান বা নেটওয়ার্ক থেকে আপনার সাইটের গতি ততো কম হবে। অর্থাৎ রেস্পন্স টাইম যতো কম, সাইটের গতি ততো বেশী।

এখানে, USA হোস্টিং এর বিপরীতে BDIX হোস্টিং এর রেসপন্স টাইম হয়ে থাকে ১ থেকে ১০ মিলিসেকেন্ড। তাহলে অনুমান করুন যে BDIX হোস্টিং USA হোস্টিং এর চেয়ে কতোটা দ্রুতগতির হতে পারে।

এখানে আমি আমার কম্পিউটার থেকে ২টি সার্ভারের রেসপন্স টাইম চেক করেছি। এখানে ২টি সার্ভারের হোস্টনেম হচ্ছে যথাক্রমেঃ

Server18.ocyber.us (USA Hosting)
Server20.ocyber.us (BDIX Hosting)

 

এখানে ফলাফল দেখা যাচ্ছে যে একই কম্পিউটারে একই নেটওয়ার্কে USA হোস্টিং এর রেসপন্স টাইম গড়ে ২৭৭ মিলিসেকেন্ড, অন্যদিকে BDIX হোস্টিং এর রেসপন্স টাইম মাত্র ১ মিলিসেকেন্ড। অর্থাৎ এই নেটওয়ার্ক থেকে এই BDIX হোস্টিং ২৭৭ গুন দ্রুতগতির!

এবার চলুন মোবাইল ডাটা থেকে দেখিঃ

এখানে দেখা যাচ্ছে যে মোবাইল ডাটায় USA হোস্টিং এর রেসপন্স টাইম গড়ে ৩৪১ মিলিসেকেন্ড, অন্যদিকে BDIX হোস্টিং এর রেস্পন্স মাত্র ৩২ মিলিসেকেন্ড। অর্থাৎ মোবাইল ডাটায় BDIX হোস্টিং USA হোস্টিং চাইতে প্রায় ১১গুন দ্রুতগতির।

আরেকটু ভালোভাবে বুঝার জন্য এই ২টি সাইট ভিজিট করুন। এই ২টি সাইটের পেজ সাইজই এক, একই স্ক্রিপ্ট।

Pytest.codesbee.com (USA হোস্টিং)
Pytest.bigdata-bd.com (BDIX হোস্টিং)

কোনটির গতি কেমন পেলেন অবশ্যই জানাবেন।

আরও কয়েকটি BDIX হোস্টিং এর সাইট এগুলো ভিজিট করে দেখতে পারেনঃ

  1. Vroom24x7.com
  2. Internet.com.bd
  3. xenonesports.com
  4. somoyerbarta24.net
  5. sofolfreelancer.com

এখানে উল্লেখ যে কয়েকটি সাইটে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। সাইটের সেই অংশগুলো কিছুটা ধীরগতিতে লোড হতে পারে।

BDIX হোস্টিং বিশেষ বিশেষ যেসব ফিচার থাকছেঃ অন্যন্য হোস্টিং এর মতো এই হোস্টিংও ৯৯.৯৯৯% আপটাইম গ্যারান্টি সম্পন্ন। অর্থাৎ আপনার সাইট ডাউন থাকার সম্ভাবনা খুবই কম। এছাড়া বাড়তি ফিচার হিসেবে রয়েছেঃ

১। ৩ স্তরের ডেইলি ব্যাকআপ, যা আপনার ডাটাকে রাখবে সর্বোচ্চ সিকিউর। আপনার সাইটের কোন ডাটা ভুলে মুছে ফেলেছেন? আমাদের জানান, আমরা মুহুর্তেই সেটি রিকভার করে দেব।
২। বাড়তি ব্যান্ডউইথ, ডাটাবেজের সংখ্যা, অ্যাডন ডোমেইন এবং ইমেইল একাউন্ট।
৩। SSH Access: যা দ্বারা আপনি লারাভেল, পাইথন, নোডজেএস এবং রুবি এর মতো প্রোগ্রাম ব্যবহার করতে পারবেন।

আপনি কি আপনার বন্ধু বা প্রতিযোগী সাইটকে গতির জাদু দেখাতে চান? তাহলে আজই নিয়ে নিন কোড ফর হোস্টের BDIX হোস্টিং প্যাক

 

BDIX Hosting brings the magic of speed

 

BDIX Hosting: The leading Internet Exchange Point (IXP) of Bangladesh is BDIX. Almost 3500 Bangladeshi Internet Service Providers (ISP) are connected with BDIX to avoid international routing for local data.

The hosting from the server which is connected with the BDIX network is called BDIX hosting.

Advantage of BDIX Hosting: The main advantage of BDIX hosting is that the site hosted on this network will be visited by Bangladeshi users up to 200 times faster speed, as it will not pass the international route for Bangladeshi users.

Another advantage is even if your users have slow internet speed, they will be able to visit the site normally without any difficulty. Even if the international internet route in Bangladesh is down, your site will remain active.

Areas of use for BDIX hosting: Most of the Bangladeshi Newspapers and eCommerce sites are already using BDIX hosting for speed and performance. Besides, all Bangladeshi banks and financial institutions are using BDIX hosting for a long time. All other sites which are targeting Bangladeshi users are gradually migrating to the BDIX network.

Network Response time on BDIX hosting: Normally without CDN, the network response time of a USA-hosting from Bangladesh with a broadband connection is 250 to 450 milliseconds. The higher it is, the lower the speed of your site from that location or network. In other words, the shorter the network response time, the higher the speed of the site.

Here, the network response time of BDIX hosting is only 1 to 10 milliseconds to Bangladeshi users as compared to USA-hosting. So, guess BDIX hosting can be how much faster than US-hosting.

Here I have checked the network response time of two servers from my computer, one is the US and another is BDIX. The hostnames of the two servers are respectively:

server18.ocyber.us (USA Hosting)
server20.ocyber.us (BDIX Hosting)

 

The results show that USA Hosting has an average network response time of 277 milliseconds, on the other hand, the network response of BDIX hosting is only 30 milliseconds on the same network on the same computer. In other words, this BDIX hosting from this network is 277 times faster!

Now let’s see from mobile data:

It is seen that the average network response time of the USA hosting in mobile data is 350 milliseconds, while the response of BDIX hosting is only 30 milliseconds. In other words, BDIX hosting on mobile data is about 11 times faster than USA hosting.

Visit these 2 sites to understand a little better. The page size of these two sites is the same, the script same (Python: Wagtail).

pytest.codesbee.com (USA Hosting)
pytest.bigdata-bd.com (BDIX Hosting)

Please let know what kind of speed you got to these two sites.
A few more sites to visit which are hosted with BDIX hosting:

  1. vroom24x7.com
  2. internet.com.bd
  3. sofolfreelancer.com

Kindly note that some sites used external JavaScript, those parts of the site may take a bit time to load or may load slowly.

BDIX hosting has special features: Like another hosting, this hosting has a 99.999% uptime guarantee. That means your site is very unlikely to be down. There are also additional features as:

  1. 3 layers of daily backup, which will keep your data most secure. Erased any data from your site by mistake? Let us know, we will recover it right away.
  2. Additional bandwidth, number of databases, addon domains, and email accounts.
  3. SSH Access: Which allows you to use programs like Laravel, Python, NodeJS, and Ruby.
  4. cPanel control panel and many more

 

Do you want to show your friends or competitors the magic of speed? Then grab BDIX Hosting Pack today from Code For Host Inc.