Posted on May 6, 2020 by Team CodeForHost
Hostever Affiliate Program Details | হোস্টএভার এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম এর বিস্তারিত
বাংলায় পড়ুন
Want to earn at home without investment? Hostever brings you an affiliate program through which you can easily earn money at home. The Hostever affiliate program is a great opportunity to earn extra money in addition to your job, business or studies. Anyone can join this program very easily.
Let’s find out, What is affiliate program or affiliate marketing?
Affiliate Marketing is to earn dividends on the products sold by promoting the products of another organization through one’s own website, Facebook page, Facebook profile, YouTube channel, etc.
How do I start earning money from Hostever’s affiliate program?
To join our affiliate program you must first register as an affiliate partner. And, you can register for free. After registration a unique affiliate link will be generated for you.
Then if someone buys something by clicking on that link, you will get a specific commission on the product sold! If you want to earn more through this program, you need to promote your affiliate link, the more orders come, the more you can earn. This Code for Host affiliate program can be your regular source of income.
I don’t have a website. Can I join an affiliate program?
Yes, of course you can. You do not need to have a website or blog site to join our affiliate program.
You can also earn money by sharing affiliate links on your Facebook page, group, Instagram and other social media profiles. In this case, if you have more followers, you can get more orders.
Why register for the Hostever affiliate program?
- It’s completely free
- The whole process is very simple. You don’t have to spend much time.
- Hostever is a well-known hosting provider. We have customers all over the country.
- You can get up to 15% commission per order.
- You will find the link for promotion in your user panel.
- It’s easy and you don’t need any investment for it.
We track the visitors
We track the visitors you refer to us using cookies, so users you refer don’t have to purchase instantly for you to receive your commission.
Cookies last for up to 90 days following the initial visit.
Scheduled commissions and other policies of the Hostever affiliate program
Advanced Linux hosting and BDIX hosting
The buyer will receive 15% commission on the order and payment.
Combo and Basic Hosting
The buyer will receive 4% commission on the order and payment.
Windows Hosting (Basic and Advanced)
Get 10% commission on buyer’s order.
Managed Servers and Managed VPS (BDIX and Global)
You will get fixed 4% commission for each order.
Terms:
* You can’t make any purchases using your own affiliate link.
* Commission will be paid only in case of paid order.
* No commission is paid on domain name.
* Commission will be added to your account after 45 days of payment and If the order is refunded within 30 days, the commission received will be canceled.
* The affiliate commission can be canceled if the customer requests a customized offer.
* If the minimum amount is 500 Taka, you can make a withdrawal request.
* If an old customer orders from the affiliate link, that affiliate commission will be waived, this applies to new customer signups only.
* If you don’t have an active service in your affiliate account then the commission can be changed to 5%
বিনিয়োগ ছাড়াই ঘরে বসে উপার্জন করতে চাইছেন? হোস্টএভার আপনার জন্য নিয়ে এসেছে এফিলিয়েট প্রোগ্রাম যার মাধ্যমে আপনি সহজেই পাচ্ছেন ঘরে বসে উপার্জন করার সুযোগ। আপনার জব, ব্যবসা বা পড়াশোনার পাশাপাশি বাড়তি উপার্জনের এক দারুণ সুযোগ হলো হোস্টএভার এফিলিয়েট প্রোগ্রাম। যে কেউ এই প্রোগ্রামটিতে যোগদান করতে পারবেন খুব সহজেই।
চলুন জেনে নেই এফিলিয়েট প্রোগ্রাম অথবা এফিলিয়েট মার্কেটিং কি?
এফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) হল নিজের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে অন্য কোন প্রতিষ্ঠানের পণ্য প্রচারের মাধ্যমে বিক্রিত পণ্যের উপর প্রাপ্ত লভ্যাংশ আয় করা।
হোস্টএভার এফিলিয়েট প্রোগ্রাম থেকে কিভাবে আয় করা শুরু করব?
আমাদের এফিলিয়েট প্রোগ্রামে যোগদান করার জন্য প্রথমে আপনাকে একজন এফিলিয়েট পার্টনার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। আর, রেজিস্ট্রেশন করতে পারেন একদম বিনামুল্যে। রেজিস্ট্রেশনের পরে আপনার জন্য একটি ইউনিক এফিলিয়েট লিংক জেনারেট হবে।
এরপর আপনার ঐ লিংকে ক্লিক করে কেউ কোনকিছু ক্রয় করলেই আপনি পাবেন বিক্রিত পন্যের উপর নির্দিষ্ট কমিশন! এই প্রোগ্রামের মাধ্যমে বেশি বেশি আয় করতে চাইলে আপনাকে আপনার এফিলিয়েট লিংক প্রচার করতে হবে, যত বেশি অর্ডার আসবে আপনি তত বেশি আয় করতে পারবেন। কোড ফর হোস্টের এই এফিলিয়েট প্রোগ্রামটি হয়ে যেতে পারে আপনার নিয়মিত আয়ের উৎস।
আমার কোন ওয়েবসাইট নেই। আমি কি এফিলিয়েট প্রোগ্রামে যোগ দিতে পারব?
জ্বি, অবশ্যই পারবেন। আমাদের এফিলিয়েট প্রোগ্রামে যোগ দিতে হলে ওয়েবসাইট বা ব্লগসাইট থাকার আবশ্যকতা নেই।
আপনার ফেসবুক পেইজ, গ্রুপ, ইন্সটাগ্রাম ও অন্যন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এফিলিয়েট লিংক শেয়ার করেও আপনি আয় করতে পারবেন। এক্ষেত্রে যদি আপনার ফলোয়ার সংখ্যা বেশি হয়, তাহলে বেশি অর্ডার পেতে পারেন।
কেন হোস্টএভার এফিলিয়েট প্রোগ্রামে রেজিস্ট্রেশন করবেন?
- এটি সম্পূর্ণ ফ্রি
- পুরো প্রক্রিয়াটি খুবই সহজ। আপনাকে বেশি সময় ব্যয় করতে হবে না।
- হোস্টএভার একটি সুপরিচিত হোস্টিং প্রোভাইডার। সারাদেশেই আমাদের গ্রাহক রয়েছেন।
- অর্ডার প্রতি আপনি পেতে পারেন সর্বোচ্চ ১৫% পর্যন্ত কমিশন।
- প্রচারের জন্য লিংক আপনার ইউজার প্যানেলেই পাবেন।
- এটি সহজ এবং এর জন্য আপনার কোন প্রকার বিনিয়োগের প্রয়োজন নেই।
হোস্টএভার এফিলিয়েট প্রোগ্রামের নির্ধারিত কমিশন ও অন্যান্য পলিসি
অ্যাডভান্স লিনাক্স হোস্টিং এবং BDIX হোস্টিং
- ক্রেতার অর্ডার এবং পেমেন্টের উপর পাবেন ১৫% কমিশন।
কম্বো এবং বেসিক হোস্টিং
- ক্রেতার অর্ডার এবং পেমেন্টের উপর পাবেন ৪% কমিশন।
উইন্ডোজ হোস্টিং (বেসিক এবং অ্যাডভান্স)
- ক্রেতার অর্ডারের উপর পাচ্ছেন ১০% কমিশন।
ম্যানেজড সার্ভার এবং ম্যানেজড ভিপিএস (BDIX এবং গ্লোবাল)
- প্রতিটি অর্ডারের জন্য পাচ্ছেন ফিক্সড পেমেন্টের উপর পাবেন ৪% কমিশন।
শর্তাবলীঃ
* নিজের এফিলিয়েট লিংক ব্যবহার করে নিজে কোনপ্রকার ক্রয় করতে পারবেন না।
* শুধুমাত্র পেইড অর্ডারের ক্ষেত্রেই কমিশন প্রদান করা হবে।
* ডোমেইন নেমের উপর কোন কমিশন দেয়া হয়না।
* পেমেন্টের ৪৫ দিন পর আপনার অ্যাকাউন্টে কমিশন যুক্ত হবে এবং যদি অর্ডারটি ৩০ দিনের মধ্যে রিফান্ড হয়, তাহলে প্রাপ্ত কমিশন বাতিল করা হবে।
* কাস্টমার কোনো কাস্টোমাইজড অফার রিকুয়েস্ট করলে অ্যাফিলিয়েট কমিশন ক্যানসেল হতে পারে।
* সর্বনিন্ম এমাউন্ট ৫০০ টাকা হলে উইথড্র রিকুয়েস্ট করতে পারবেন।
* পুরাতন গ্রাহক অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অর্ডার করলে, সেই অ্যাফিলিয়েট কমিশন বাতিল হবে, এটি শুধু নতুন গ্রাহক সাইনআপের জন্য প্রযোজ্য।
* আপনার একাউন্টে একটিও এক্টিভ সার্ভিস না থাকলে আপনার কমিশন ৫% পর্যন্ত নেমে যেতে পারে।
Leave A Comment
What’s happening in your mind about this post !
You must be logged in to post a comment.